শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৫, ০৫:১৭ পিএম
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৫, ০৫:১৭ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ আলী খান জিন্নাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষাবোর্ড তাকে দুই বছরের জন্য গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন প্রদান করেছে।
মোহাম্মদ আলী খান জিন্নাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিট জিয়া পরিষদের সহ-সভাপতি এবং শ্রীপুর উপজেলার ৬ নম্বর কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক আইয়ুব হোসেন খানের মেঝ ভাই।
তিনি কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মফিজুল হক বাবলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
তাঁর এ মনোনয়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা মহল থেকে পৃথকভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
ইএইচ