Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সাদুল্লাপুরে বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৫, ০৫:৩১ পিএম


ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সাদুল্লাপুরে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরের জনগণের ব্যানারে ধাপেরহাট ইউনিয়নের নায়েবিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে আন্ডারপার এলাকায় এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছি। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।” বক্তারা আরও বলেন, “ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে, তাদেরও প্রতিহত করতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পণ্যসহ সকল মদদদাতা দেশের পণ্য বয়কট করতে হবে। এখনই সময় একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর ও গণবর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ার।”

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এসময় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!