Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি গঠন

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

এপ্রিল ১১, ২০২৫, ০৫:৫০ পিএম


মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটি গঠন

মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম গত ২৭ মার্চ এই কমিটির অনুমোদন দেন।

বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও এডহক কমিটির সদস্য সচিব সমির বাইন।

তিনি জানান, ঈদের ছুটি শেষে কমিটির অনুমোদনের কপি হাতে পেয়েছেন।

নবগঠিত কমিটিতে পদাধিকারবলে আহ্বায়ক হিসেবে রয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা সমির বাইন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

  •  হাবিবুর রহমান কাওছার হাওলাদার (খেলোয়াড়)

  •    জাহিদুর রহমান খান (রেফারি)

  •    কাজী হুমায়ুন কবির (সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী)

  •    জুবায়ের আহমেদ নাফি (ছাত্র প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক)

  •    বেলাল রিজভী (সাংবাদিক)

  •    মাসুমুল হক (ক্রিকেট সংগঠক)

  •    খান আতিকুর রহমান লাবলু (ক্রীড়া সংগঠক)

জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব সমির বাইন বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার বলেন, “এই কমিটি গঠনের মধ্য দিয়ে মাদারীপুরের ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফিরে আসবে। জেলা ক্রীড়ার ঐতিহ্য পুনরুদ্ধারে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইএইচ

Link copied!