Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

ভিপি নুর

সংস্কার না হলে নির্বাচন নয়, ড.ইউনুসের সাথেই একমত আছি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ১২, ২০২৫, ০১:২৭ পিএম


সংস্কার না হলে নির্বাচন নয়, ড.ইউনুসের সাথেই একমত আছি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিতর্ক সৃষ্টি করছে। অথচ বাস্তবতা হলো নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া সমান্তরালভাবেই এগিয়ে চলছে। আমি আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করবেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৯০ পরবর্তী তিন দশকে পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেদের সুবিধামতো বারবার পরিবর্তন করেছে। এর ফলে প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন ঘিরে নানা সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশে কোনো স্বৈরাচারী সরকার নেই। তাই আসুন, সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করি।

ভিপি নুর আরো বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ প্রায় ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্রদেরও দল আছে। আমরা যখন নির্বাচন চাইবো তখনই নির্বাচন হবে। ইতোমধ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আপনাদের এই এলাকায় এমপি ছিল। তেলবাজি আর চাটুকারিতা করে এমপি পদ ভাগিয়ে নিয়েছিল মমতাজ বেগম। আমার দুঃখ হয়, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় জননন্দিত ছিলেন, অথচ আওয়ামী লীগ করে শেষ পর্যন্ত চরম নিন্দিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক। করোনাকালীন জুতা-ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করেছে। কিন্তু শেখ হাসিনা তাদের এমপি-মন্ত্রীর পদ থেকে সরান নাই। কারণ শেখ হাসিনা এই সব গোপাল ভারদের দিয়েই দেশ চালিয়েছেন।

সংস্কারের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন। আবার সেটাকে দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল করার জন্য সংষ্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখন। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের জন্য উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জনসভায় প্রধান বক্তা দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আপনাদের এই এলাকায় স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে মমতাজ বেগম এমপি হয়েছিল। সংসদে শেখ মুজিবর আর শেখ হাসিনার কথা বলে টেবিল থাপড়িয়ে এবং গান গেয়ে এমপি হয়েছিল। এখানে আসার সময় স্থানীয় বাসিন্দাদের মুখে শুনলাম মমতাজের নাকি মেম্বার হওয়ার যোগ্যতাও নাই। তাহলে বুঝেন স্বৈরাচার শেখ হাসিনা অযোগ্যদেরকে এমপি বানিয়েছিলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই পতিত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। আমাদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তিনটি দাবি কথা উল্লেখ্য করে রাশেদ খান বলেন, আমরা তিনটি দাবির কথা বর্তমান ড. ইউনুস সরকারকে জানিয়েছি।

গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের উচ্চতা পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনসভা শেষ করে সিংগাইর উপজেলা প্রেসক্লাবে সভাপতি ভিপি নুর ও সেক্রেটারি রাশেদুল ইসলাম সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং করেন।

বিআরইউ

Link copied!