কুষ্টিয়া প্রতিনিধি:
এপ্রিল ১২, ২০২৫, ০১:৩১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
এপ্রিল ১২, ২০২৫, ০১:৩১ পিএম
কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গড়াই পরিবহনের সাথে সাইকেল আরোহের মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রকি (২৭), ও রনি (২৫)। নিহতরা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে চাকুরি করেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৮ দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনা গামী যাত্রীবাহী গড়াই পরিবহন ভাদালিয়ায় পৌঁছালে সামনের দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল দুই-আরোহী।
নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এই সড়ক দুর্ঘটনার কারণে কুষ্টিয়া -খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ গড়াই পরিবহন আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে।
বিআরইউ