দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম
দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম
এসএসসি পরীক্ষার সময় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে দিনাজপুর শহরের দুটি কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুটি কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা কোচিং সেন্টার দুটি হলো শহরের ঘাসিপাড়ার সেলিম স্যার’স ইংলিশ একাডেমি এবং দ্য রাইজিং স্টার। উভয় প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া সাদাত ক্যাডেট ও কামাল ক্যাডেট নামে দুটি কোচিং সেন্টারকে সতর্ক করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, "এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তারপরও কিছু কোচিং সেন্টার নিয়ম না মেনে খোলা রাখা হচ্ছে। আজ প্রথম দিন হিসেবে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ নির্দেশনা অমান্য করে, তাহলে বড় অঙ্কের জরিমানাসহ কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হবে।"
ইএইচ