জাহিদ হাসান, মাদারীপুর
এপ্রিল ১২, ২০২৫, ০৬:৫১ পিএম
জাহিদ হাসান, মাদারীপুর
এপ্রিল ১২, ২০২৫, ০৬:৫১ পিএম
মাদারীপুরে শ্রমিকদল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। মামলার বাদী ও নিহতের বড়ভাই হাসান মুন্সিকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে ওই সম্মেলনে।
শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত শাকিল মুন্সির স্ত্রী জান্নাতুল ফেরদৌস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সম্প্রতি মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি হিসেবে লিটন হাওলাদারের নাম ঘোষণা করা হলে আমার স্বামী, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি এর বিরোধিতা করেন। এরপরই পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়।”
এ ঘটনায় শাকিলের বড়ভাই হাসান মুন্সি বাদী হয়ে ৬৯ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এ পর্যন্ত মাত্র ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শাকিলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মা আমিরুন বেগম, মামলার বাদী বড়ভাই হাসান মুন্সি এবং জেলা বিএনপির সদস্য কেএম তোফাজ্জেল হোসেন সান্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামাল সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ মার্চ রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় একা পেয়ে শ্রমিকদল নেতা শাকিল মুন্সির ওপর হামলা চালায় লিটন হাওলাদার ও তার সহযোগীরা। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়, তবে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
ইএইচ