Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে চোরাই ওষুধসহ আটক ২

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ১২, ২০২৫, ০৭:১০ পিএম


কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে চোরাই ওষুধসহ আটক ২

কুড়িগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সরকারি ওষুধ চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় সহায়তার অভিযোগে এক চিকিৎসককেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। হাসপাতালের চত্বর থেকে সরকারি সরবরাহকৃত ৫০টি স্লিপে উল্লেখিত ১৪ প্রকারের মোট ৯৬৫টি ট্যাবলেটসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক এবং সদরের পাটেশ্বরী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম।

এ সময় ওষুধ সংগ্রহে সহযোগিতার অভিযোগে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, "অভিযানে হাসপাতাল চত্বর থেকে সরকারি ওষুধসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০টি সরকারি স্লিপ ও ৯৬৫টি ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত না হলে চিকিৎসককে ছেড়ে দেওয়া হবে।"

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ বলেন, "জনবল সংকটের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ

Link copied!