ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৮:২৪ পিএম
ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৮:২৪ পিএম
ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ৯১৮টি অবৈধভাবে মজুদকৃত গ্যাস সিলিন্ডার সহ কারখানার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের ভিতরে অভিযান চালিয়ে এসব সিলিন্ডার জব্দ করা হয়।
এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লড়ি জব্দ করা হয়েছে। পুলিশ ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করেছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, এম এম জুট মিলের ভিতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়।
এম এম জুট মিল এবং দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, “জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল, যার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।”
অভিযানে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচ