Amar Sangbad
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫,

তজুমদ্দিনের আলোচিত ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মো.ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা)

মো.ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা)

এপ্রিল ১২, ২০২৫, ০৮:৫৪ পিএম


তজুমদ্দিনের আলোচিত ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান ও একমাত্র পলাতক আসামি মো. ফরিদ (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‍্যাব-৮, বরিশালের অধীনস্থ ভোলা ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর যৌথ অভিযানে তাকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সন্ধ্যায়, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর  সাকিনস্থ মোজাম্মেল চৌকিদারের বাড়ির পিছনে নিজ বসতঘরে পার্শ্ববর্তী বাড়ির পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে টাকা ও মোবাইলের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মো. ফরিদ (৪০)। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামির সন্ধানে তৎপরতা শুরু করে। পরবর্তীতে র‍্যাবের দুটি ইউনিটের সমন্বয়ে অভিযুক্তকে আটক করা হয়। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

উল্লেখিত গ্রেফতারকৃত আসামি (ধর্ষক) মো. ফরিদ (৪০) এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামিকে অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলা বরাবর হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন আছে।

আরএস

Link copied!