মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
এপ্রিল ১৩, ২০২৫, ১২:৪২ পিএম
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
এপ্রিল ১৩, ২০২৫, ১২:৪২ পিএম
সুনামগঞ্জের মধ্যনগরের নওয়াগাঁও গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী রিপন রাজ (৩৫) পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষ এই শিল্পীর একমাত্র আয়ের পথ গান এখন প্রায় বন্ধ। সামান্য আয় দিয়ে কোনোভাবে সংসার টিকিয়ে রেখেছেন।
বাবা-মায়ের সঙ্গে ছোটবেলায় হাটবাজারে গান গেয়ে বেড়ানো রিপন শিখেছেন বেহালা, হারমোনিয়াম, ড্রামসহ একাধিক বাদ্যযন্ত্র। বিয়ের পর স্ত্রী ও সন্তানের সঙ্গে চলছিল তাঁর সাদামাটা জীবন। কিন্তু সম্প্রতি অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে তাঁর কুঁড়েঘর। বাঁশের খাঁচা দিয়ে নতুন ঘর তৈরির চেষ্টা করলেও চালা দিতে পারেননি টিন, ফাঁকা অংশে ঢুকছে বৃষ্টি।
মা বাঞ্চা রানী বলেন, “ছেলে ঘরে কিছু না থাকলে বেহালা নিয়ে বের হয় গান গাইতে, যাতে চাল-ডাল কেনা যায়। এখন বর্ষা আসছে, ঘরে টিন নেই, ত্রিপালও ছিঁড়ে গেছে।”
বাউল রিপন বলেন, “চোখে দেখি না, কিন্তু গানই আমার জীবন। সরকারি গৃহায়ন প্রকল্পে জায়গা পাইনি। যদি একটি ঘরের ব্যবস্থা হতো, অন্তত মাথা গোঁজার ঠাঁই পেতাম।”
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় দৈনিক আমার সংবাদকে জানান, রিপনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ সহায়তা দেওয়া হবে।
বিআরইউ