Amar Sangbad
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫,

চুয়াডাঙ্গায় তরমুজকাণ্ডে সংঘর্ষ, পুলিশের সামনেই যুবককে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০২:০৮ পিএম


চুয়াডাঙ্গায় তরমুজকাণ্ডে সংঘর্ষ, পুলিশের সামনেই যুবককে কুপিয়ে জখম

তরমুজ বিক্রিকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠ এলাকায় এক যুবককে পুলিশের সামনেই কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিপুন সাহা (২৫) নামের ওই তরমুজ বিক্রেতাকে কুপিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, একই ইস্যুতে শুক্রবার রাতে আরও দু’জন—আমিনুল ইসলাম ও রুবেল হোসেনকে কুপিয়ে জখম করা হয়। দু’দিনে তিনজন আক্রান্ত হওয়ায় শহরে চরম আতঙ্ক বিরাজ করছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, তরমুজ সাদা হওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার বাকবিতণ্ডা থেকেই এসব হামলা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিআরইউ

Link copied!