পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০০ পিএম
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০০ পিএম
কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির ১৪ এপ্রিলের দ্বিবার্ষিক কাউন্সিলে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রতিবাদে এবং বিএনপিকে রক্ষার লক্ষ্যে ত্যাগী ও কারানির্যাতিত নেতা-কর্মীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় উপজেলা আহ্বায়ক কমিটির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদপ্রার্থী আব্দুস সালাম।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আব্দুস সামাদ, আলতাফ শেখ, উপজেলা বিএনপির সদস্য রফিকুল আল আমিন, সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ