আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০৮ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনায় জড়িত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা।
শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে অভিযুক্ত সজিব মিয়াকে (২২) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।
আটক সজিব মিয়া কৃষ্ণপুরা এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার পৌর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পাহারাদার সাগর মিয়া গত ৮ মার্চ সেহেরি খাওয়ার জন্য বাড়িতে গেলে ওই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সজিব বিদ্যালয়ের কেচিগেট ও জানালার রড কেটে ল্যাব রুম ও অফিস কক্ষে প্রবেশ করে। সেখান থেকে ১৬টি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ওয়েব ক্যামেরা, রাউটার, সাউন্ড সিস্টেম, ইউপিএস, স্ট্যাবিলাইজার, ১২টি মাল্টিপ্লাগ, ক্রিকেট সেট, পিতলের ঘন্টাসহ মূল্যবান সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার এক মাস পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে বা লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
অবশেষে শনিবার (১২ এপ্রিল) দুপুরে অভিযুক্তের বাবা ইলিয়াস মিয়া সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে জানান, তার ছেলের কাছে বিদ্যালয়ের কিছু ল্যাপটপ রয়েছে। তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে কৃষ্ণপুরা এলাকা থেকে সজিব মিয়াকে আটক করে। অভিযানে তার কাছ থেকে ১১টি ল্যাপটপ, ২টি মনিটর ও সাউন্ড সিস্টেমের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এখনো নিখোঁজ থাকা ৫টি ল্যাপটপসহ অন্যান্য মালামালের বিষয়ে সজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
ইএইচ