Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০৩:১৩ পিএম


মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

নেত্রকোনার মদন উপজেলায় বোরো জমিতে ছাগল ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

নিহত ইমাম হোসেন একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সোনাতন মিয়ার বোরো জমিতে আকবর মিয়ার ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রের এ সংঘর্ষে ইমাম হোসেন গুরুতর আহত হন এবং রাতেই ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ

Link copied!