Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

কালিয়াকৈরে গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারি আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৫, ০৩:১৩ পিএম


কালিয়াকৈরে গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—যশোর জেলার মনিরামপুর উপজেলার আফসার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার শামসুল আলমের ছেলে শামীম হোসেন (২৫) এবং একজন অজ্ঞাতপরিচয় নারী।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!