Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৫০০ কোটি টাকার বাঁধ হুমকিতে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০৩:২০ পিএম


পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৫০০ কোটি টাকার বাঁধ হুমকিতে

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরসহ একাধিক গ্রামের তীর রক্ষা বাঁধ। ১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধটি এখন ভয়াবহ নদী ভাঙনের শঙ্কায় রয়েছে। বর্ষা মৌসুম সামনে রেখে নদীপাড়ের প্রায় ৫ হাজার ঘরবাড়ি রয়েছে সরাসরি ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। এতে নদীর তলদেশ অসমভাবে ক্ষয় হয়ে তীরবর্তী এলাকার মাটি দুর্বল হয়ে পড়ছে। নদীর ধারে থাকা ঘরবাড়ি, স্কুল, বাজার, কৃষিজমি ও কবরস্থান এখন সরাসরি ভাঙনের হুমকিতে।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল, এখন ঘরের পাশে চলে এসেছে। প্রতিদিন রাতে ড্রেজারের গর্জনে ঘুমাতে পারি না।’ অনেকে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাসহ অন্তত ১০–১২ জন এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত বিএনপি নেতা ফরিদ আহমেদ রয়েল দাবি করেন, ‘সরকারি অনুমতি ও টেন্ডারের মাধ্যমেই বালু উত্তোলন করছি।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তারেক হাসান বলেন, ‘তীর রক্ষা বাঁধের কাছাকাছি ড্রেজিং করলে ভাঙনের ঝুঁকি বাড়বে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছি।’

নড়িয়ার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, নিলাম পাওয়া ব্যক্তিরা শর্ত লঙ্ঘন করায় গতকাল অভিযান চালিয়ে ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে তিনি জানান।

বিআরইউ

Link copied!