আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৪৬ পিএম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৪৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রান্নাঘরের মাটির নিচে গাঁজা রেখে ব্যবসা করলেও শেষ রক্ষা হয়নি মাদক ব্যবসায়ী কামাল ভূঁইয়ার (৩৪)। পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন তিনি।
শনিবার রাতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে অভিযান চালিয়ে তার রান্নাঘরের মাটির গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কামাল ভূঁইয়া ওই গ্রামের জলিল ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল ভূঁইয়ার বাড়ির রান্নাঘরের ভিতরে লুকানো অবস্থায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইএইচ