Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

বুড়িচংয়ে চলন্ত মাইক্রোবাসে আগুন, চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল ৫ যাত্রী

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০৪:৪৬ পিএম


বুড়িচংয়ে চলন্ত মাইক্রোবাসে আগুন, চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল ৫ যাত্রী

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আকস্মিকভাবে আগুন ধরে যায়। তবে চালকের দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা পাঁচজন যাত্রী।

রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস নিমসার বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে হঠাৎ করে আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের বের করে দেন। এরপর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়।

মাইক্রোবাসচালক মো. সজিব মিয়া জানান, ‘সৈয়দপুর এলাকার একটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে পাঁচ যাত্রীসহ চান্দিনার দিকে যাচ্ছিলাম। হঠাৎ গিয়ার বক্সের ভেতর আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিই। যাত্রীরা নেমে যাওয়ার পরেই পুরো গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’

তিনি আরও জানান, ‘গাড়ি থামাতে গিয়ে আমার শরীরের কিছু অংশ আগুনে দগ্ধ হয়েছে।’

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেবপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ‘গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। মাইক্রোবাসের মালিককে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত যাত্রীরা সবাই অক্ষত আছেন।’

বিআরইউ

Link copied!