Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

শাহজাদপুরে ট্যাঙ্কলরির চাপায় পথচারী নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০৪:৫৭ পিএম


শাহজাদপুরে ট্যাঙ্কলরির চাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্কলরির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গঙ্গাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল (৫২)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রহিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পার হতে গিয়ে একটি ট্যাঙ্কলরির চাকায় পিষ্ট হন জালাল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’

বিআরইউ

Link copied!