Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

সোনারগাঁ জাদুঘরে বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হচ্ছে সোমবার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৪৬ পিএম


সোনারগাঁ জাদুঘরে বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হচ্ছে সোমবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (জাদুঘর) আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী বৈশাখী মেলা ও সুবর্ণজয়ন্তী উৎসব।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান ফটক থেকে শুরু করে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রঙ-বেরঙের বাতি ও গ্রামীণ মোটিফ দিয়ে সাজানো হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।

সোনারতরী লোকজ মঞ্চে সকাল সাড়ে ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ বছর ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বৈশাখী মেলার পাশাপাশি উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী উৎসবও।

উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৯৭৫ সালের ১২ মার্চ প্রতিষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লোকজ মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি জানান, বর্ষবরণের অংশ হিসেবে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। একইসাথে ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষেও নানা আয়োজন থাকবে।

মেলায় দেশসেরা কারুশিল্পীদের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশিকাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই, পটচিত্র, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে তৈরি সৃজনশীল পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে।

এছাড়াও প্রতিদিন অনুষ্ঠিত হবে বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ, নাগরদোলা সহ নানা ধরণের গ্রামীণ বিনোদন। পক্ষকালব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ইএইচ

Link copied!