কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৯:০৫ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫, ০৯:০৫ পিএম
গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ফেব্রুয়ারি ও মার্চ ২০২৫ মাসে কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসাররা হচ্ছেন-
শ্রেষ্ঠ ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে এসআই (নি.) সুজন রঞ্জন তালুকদার (জয়দেবপুর থানা)
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: এসআই মো. কামরুল ইসলাম (কালীগঞ্জ থানা)
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই (নি.) মো. হযরত আলী (কালিয়াকৈর থানা)
শ্রেষ্ঠ সহকারী ওয়ারেন্ট তামিলকারী এএসআই মো. ফরহাদুল ইসলাম (কাপাসিয়া থানা)
মার্চ মাসে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসাররা হচ্ছেন
শ্রেষ্ঠ ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে এসআই সুজন কুমার পন্ডিত (শ্রীপুর থানা)
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই মো. মনিরুল ইসলাম (কাপাসিয়া থানা)
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই (নি.) ওয়ালিউর রহমান (কালিয়াকৈর থানা)
শ্রেষ্ঠ সহকারী ওয়ারেন্ট তামিলকারী এএসআই মো. ফরহাদুল ইসলাম (কাপাসিয়া থানা)
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই মো. রফিকুল ইসলাম (ট্রাফিক বিভাগ, গাজীপুর)
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ- খন্দকার আশফাকুজ্জামান (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ মোজাম্মেল হোসেন (ডিএসবি), আমিনুল ইসলাম (ডিবি), মাহবুবুর রহমান (ট্রাফিক), মো. আসাদুজ্জামান (কালীগঞ্জ সার্কেল), লিপি রানী সিনহা (সদর সার্কেল), এবং মো. আফজাল হোসেন খান (কালিয়াকৈর সার্কেল)।
এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
ইএইচ