সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)
এপ্রিল ১৪, ২০২৫, ১১:৫৯ এএম
সোহান আহমেদ, কালিহাতী (টাঙ্গাইল)
এপ্রিল ১৪, ২০২৫, ১১:৫৯ এএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নববর্ষের প্রথম দিন সকাল ৯টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
পরে সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০টায় দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও তার সহধর্মিণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া, দিনটির বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
স্থানীয় জনসাধারণের বিপুল অংশগ্রহণ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির উজ্জ্বল প্রতিফলন ঘটে বলে মন্তব্য করেন আয়োজকরা।
ইএইচ