Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে স্মারকলিপি প্রদান

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

এপ্রিল ১৪, ২০২৫, ১২:২০ পিএম


মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধে স্মারকলিপি প্রদান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া ইউনিয়নের জয়নগর এবং দড়িচর ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

রোববার দুপুরে বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় তারা জানান, গজারিয়া নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে দুটি ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে প্রায় ৩০ হাজার বাসিন্দা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্মারকলিপিতে দ্রুত স্থায়ী ও কার্যকর ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন- দড়িচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন শিকদার, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দীন, কলেজ শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

কলেজ শিক্ষক নুরুল ইসলাম বলেন, “ফসলি জমি, ঘরবাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসাসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেছে। হাজারো মানুষ আজ বাস্তুচ্যুত।”

ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন (নান্নু) সিকদার বলেন, “নদী ভাঙনের ফলে এ অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শত শত শিশু স্কুল ছেড়ে শিশু শ্রমিকে পরিণত হচ্ছে। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার আয়তনের এ জনপদে ৩০ হাজারেরও বেশি মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগই কৃষি ও মৎস্যজীবী।”

তিনি আরও বলেন, “বাকি যে উঁচু স্থান এখনো বসবাসযোগ্য রয়েছে, সেটিও আসন্ন বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এ জনপদকে রক্ষা করতে হবে।”

ইএইচ

Link copied!