তানোর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ১২:২৭ পিএম
তানোর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ১২:২৭ পিএম
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, শিল্পপতি, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক দলীয় ৩১ দফা বাস্তবায়নে হাট-বাজারে গণসংযোগ, প্রয়াত নেতা শীষ মোহাম্মদের কবর জিয়ারত ও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদান করেছেন।
রোববার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত তানোর উপজেলার কলমা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
দিনটি শুরু হয় তানোর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ আরসাদ আলীকে দেখতে গিয়ে। এরপর আজিজপুর, ভালুকা কান্দর, মালবান্ধা হয়ে কলমা বাজারে পৌঁছান তারেক।
হাটবার উপলক্ষে বাজারে আসা প্রতিটি দোকানি ও ক্রেতার হাতে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।
পরে কলমা গ্রামের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা শীষ মোহাম্মদের কবর জিয়ারত করেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিল্লি বাজারে যান এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে মাগরিবের নামাজ আদায় শেষে চৌরখৈর, চলরতিরাম হয়ে দরগাডাঙ্গা বাজারে পৌঁছান রাত আটটায়। সেখানেও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে অ্যাডভোকেট তারেক বলেন, “আমি রাজনীতিতে এসেছি সেবার মনোভাব নিয়ে। বিভেদ বা ফ্যাসাদে বিশ্বাস করি না। আমার নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা জনগণের কাছে পৌঁছে দিতে এসেছি। এই ৩১ দফা যাতে সবাই বুঝতে পারে এবং জানে—সেই লক্ষ্যেই কাজ করছি। দল মনোনয়ন দিলে নির্বাচন করব, না দিলে যাকে দেবে তার পক্ষে কাজ করব। তবে আজীবন সাধারণ মানুষের পাশে থাকব।”
গণসংযোগে অংশ নেওয়া তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জানান, “তারেক ভাইয়ের গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। কলমা ইউনিয়নের সাধারণ মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে এবং ভালোবাসা জানিয়েছেন।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাকড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আনারুল সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তাতীদলের সভাপতি বদের আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফিজার রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমানসহ শতাধিক মোটরসাইকেল বহর ও তৃণমূলের শতশত নেতাকর্মী।
ইএইচ