নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:০৭ পিএম
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:০৭ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সকাল ১০টার দিকে শুরু হওয়া শোভাযাত্রায় বাহারি রঙের ফেস্টুন, ব্যানার ও কার্টুন প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান, মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম, সিনিয়র সহ-সভাপতি (বি.আর.ডি.বি. চেয়ারম্যান) আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি এবং জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ও কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।
নববর্ষের এই আয়োজনে পুরো নাগরপুরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ইএই