তালতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:২২ পিএম
তালতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:২২ পিএম
বরগুনার তালতলী উপজেলায় আগুনে ১৮টি দোকানসহ ৩টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রোবাবার রাত ১২টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৮টি দোকানসহ ৩টি বসতবাড়ি পুরোপুরি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফার্মেসি, টিনের দোকান, হার্ডওয়্যার, মুদি দোকান, ফলের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তারা জানান, আগুনে প্রায় ৪ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহিবুল্লাহ্ মোল্লা বলেন, "রাত ১২টার দিকে আমি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না, তবে মাঝখানে একটি দোকান থেকে আগুন লেগে তা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনের তাণ্ডবে সব কিছু পুড়ে গেছে।"
তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানা যাবে। তিনি আরও জানান, "আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আমতলী ও তালতলীর দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।"
ইএইচ