মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:৪৩ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৪, ২০২৫, ০১:৪৩ পিএম
বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গণে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বেলুন উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ।
এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে মুখরিত।
ইএইচ