ইয়ামিন হাসান, সাঘাটা
এপ্রিল ১৪, ২০২৫, ০২:০০ পিএম
ইয়ামিন হাসান, সাঘাটা
এপ্রিল ১৪, ২০২৫, ০২:০০ পিএম
সারা দেশের মতো গাইবান্ধার সাঘাটায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী উৎসবমুখর নানা কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজনে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ খেলাধুলা ও পান্তা-ইলিশ পরিবেশন। বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে উৎসবে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাল তমাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম প্রধান নয়ন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশে দিনটি উদযাপন করেন।
ইএইচ