Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

স্পেন প্রবাসী সাইজ উদ্দিন হত্যা: গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৫, ০২:০৫ পিএম


স্পেন প্রবাসী সাইজ উদ্দিন হত্যা: গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ান (৪৫) হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি জলিল দর্জিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার দুপুরে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানার স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জলিল দর্জি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আলী ইসলাম দর্জির ছেলে। মামলার বাদী নিহত সাইজ উদ্দিনের বড় ভাই হানিফ দেওয়ান।

র‍্যাব জানায়, এজাহারে উল্লেখ করা হয়েছে—৭ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বাদী হানিফ দেওয়ানের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আসামিরা সংঘবদ্ধ হয়। ওই সময় বাদীর ছোট ভাই সাইজ উদ্দিন শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৯ এপ্রিল নিহতের বড় ভাই হানিফ দেওয়ান ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬০ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জলিল দর্জিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত সাইজ উদ্দিন স্পেন প্রবাসী হলেও তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ৭ এপ্রিল রায়পুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম এবং উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষেই সাইজ উদ্দিন প্রাণ হারান।

ইএইচ

Link copied!