Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ১৪, ২০২৫, ০৪:০৪ পিএম


নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় নেত্রকোণাবাসী।

সকাল ৯টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে নানা আয়োজনে বৈশাখী মেলার আয়োজন করা হয়।

সকাল থেকেই শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সকল বয়সী মানুষ বৈশাখের রঙিন পোশাকে সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। পহেলা বৈশাখের এই আয়োজন দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলায় রূপ নেয়।

ইএইচ

Link copied!