সৈদুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ)
এপ্রিল ১৪, ২০২৫, ০৪:১৬ পিএম
সৈদুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ)
এপ্রিল ১৪, ২০২৫, ০৪:১৬ পিএম
সুনামগঞ্জের দিরাইয়ে ‘ডেবিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বিশেষ আইনে দায়ের করা একটি মামলায় জুয়েল মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি পুলিশের নজর এড়িয়ে দিরাই বাজার এলাকায় ঘোরাফেরা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।"
ইএইচ