মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট
এপ্রিল ১৪, ২০২৫, ০৪:২৯ পিএম
মহসীন ইসলাম শাওন, লালমনিরহাট
এপ্রিল ১৪, ২০২৫, ০৪:২৯ পিএম
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজনে দিনটি উদযাপন করেছে লালমনিরহাটের হাইয়া আলাল ফালাহ এতিমখানা ও আইডিয়াল হোম।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ছিল ধর্মীয় গজল, দেশাত্মবোধক গান এবং বাংলা নববর্ষের তাৎপর্য নিয়ে একটি বিশেষ আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইয়া আলাল ফালাহ-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি ফিরোজ হায়দার লাভলু, প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা। এতিম ও মেধাবী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিশুদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। পরে এক হৃদয়ছোঁয়া মোনাজাতের মাধ্যমে নববর্ষ উদযাপনের এ আয়োজনের সমাপ্তি ঘটে।
লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত হাইয়া আলাল ফালাহ এতিমখানা ও আইডিয়াল হোমে বর্তমানে ৫০ জন এতিম ও মেধাবী শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটি শুধু আবাসিক সুবিধা নয়, উন্নতমানের খাদ্য পরিবেশন এবং শিক্ষার্থীদের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাঠদানের সুযোগ নিশ্চিত করে আসছে।
আত্মমানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি শিশুদের সুশিক্ষিত ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইএইচ