পিরোজপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০৫:০০ পিএম
পিরোজপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৫, ০৫:০০ পিএম
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সোমবার সকালে বাংলা ১৪৩২ নববর্ষ বরণে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল সাড়ে ৮টায় একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় এবং সেখানে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এতে রয়েছে নাগরদোলা, টয় ট্রেন, বিভিন্ন রাইড এবং শতাধিক পণ্যের স্টল।
ইএইচ