Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

‘শেখ হাসিনা একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন’

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ১১:৫১ এএম


‘শেখ হাসিনা একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, “শেখ হাসিনা আজীবন ক্ষমতা বিলাসী চেতনা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ন্যায়বিচার ব্যবস্থা, আইন-কানুন ও গণমাধ্যম সবকিছু ধ্বংস করে বাকশাল কায়েম করেছেন। প্রতিটি নির্বাচনের আগে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে।”

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার এই দমন-পীড়নের মধ্যেও দেশের মানুষ তাদের নিজস্ব চিন্তা, সংস্কৃতি ও গৌরবময় অতীতকে আঁকড়ে ধরে লড়াই করেছে। সেই সংগ্রামের ফলেই আজ আমরা বিজয়ের মুখ দেখেছি। তবে এই বিজয় টিকিয়ে রাখতে হলে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।’

৫ আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধেও ছিল একটি প্রতিবাদ। এটি শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের মানুষের সর্বাঙ্গীণ বিজয়ের প্রতিচ্ছবি।’

সম্মেলনে খন্দকার ওমর ফারুক কুদ্দুসকে সভাপতি, মেহেদী হাসান পলাশকে সাধারণ সম্পাদক ও আজিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে পোড়াদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন, মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সদস্য সচিব রহমত আলী রব্বান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে উপজেলা ও ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিআরইউ

 

Link copied!