Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

বাবার নিথর দেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ১২:২৭ পিএম


বাবার নিথর দেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো বগুড়ার সোনাতলা উপজেলার মুসলিমা আকতার তাসলিমা। মৃত্যুর শোক বুকে চেপে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসে।

তাসলিমা উপজেলার হরিখালি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মোস্তাফিজার রহমান মোস্তা। তিনি সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর পরও পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে সে ১২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয়। এরপর বেলা ১১টার দিকে তার বাবার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ জানান, ‘মেয়েটি ভেঙে না পড়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য আমরা পাশে ছিলাম। সে সাহসিকতার পরিচয় দিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, ‘মেয়েটির মানসিক দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে যাতে সে বাকি পরীক্ষাগুলোতেও অংশ নিতে পারে।’

তাসলিমার এই আত্মসংযম ও দায়িত্ববোধ সবার হৃদয় ছুঁয়ে গেছে।

বিআরইউ
 

Link copied!