Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

মধ্যনগরে বড়ই গাছে যুবকের ঝুলন্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ১২:৩৯ পিএম


মধ্যনগরে বড়ই গাছে যুবকের ঝুলন্ত লাশ, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কাদিপুর গ্রামে একটি বড়ই গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. মিস্টার নুর (২২), তিনি স্থানীয় বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিস্টার নুর পার্শ্ববর্তী এক গ্রামে কৃষিকাজ করতেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গ্রামের লোকজন আবু তাহেরের বড়ই গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফুয়াদ মিয়া।

মধ্যনগর থানার এসআই বিকাশ তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্য বিরাজ করছে।

বিআরইউ
 

Link copied!