ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০১:০২ পিএম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০১:০২ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা-ফরিদগঞ্জ সড়কে কয়েক শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলমদের বাড়ির স্বজনদের সঙ্গে সেলিম গংদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। কিন্তু বিষয়টি পাশ কাটিয়ে সেলিম গংরা প্রতিপক্ষ ও আশপাশের নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বক্তারা অভিযোগ করেন, সোমবার (১৪ এপ্রিল) বিকালে কোনো ধরনের ঘটনা না ঘটলেও সেলিম গংরা থানায় মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধরের মামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো সত্যতা না পেলেও, এমন হয়রানির ধারাবাহিকতা দিন দিন বেড়েই চলছে। এতে করে এলাকাবাসী চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।
মানববন্ধনে বক্তৃতা করেন—পশ্চিম রূপসা এলাকার সাবেক বিডিআর সদস্য আব্দুল হান্নান, তাহসিফ ফাহাদ, আবু তাহের, হাসিনা বেগমসহ আরও অনেকে। তারা প্রশাসনের প্রতি সেলিম গংদের মিথ্যা মামলা ও অহেতুক হয়রানি বন্ধের জন্য সুদৃষ্টি কামনা করেন।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
বিআরইউ