Amar Sangbad
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫,

সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০১:১৪ পিএম


সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হলো উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরিষাবাড়ীতে। বাংলা ১৪৩২ সনের প্রথম দিনটি রাঙিয়ে তুলতে সোমবার (১৪ এপ্রিল) নানা আয়োজনে দিনটি উদযাপন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানমালা শুরু হয়। বাংলা নববর্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।

উৎসবের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, যা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ, রঙ-বেরঙের পোশাক ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে বৈশাখি আমেজ ছড়িয়ে দেন চারদিকে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন—জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এই আয়োজনে নববর্ষের চিরায়ত আনন্দ ছড়িয়ে পড়ে সরিষাবাড়ীর সর্বত্র। বর্ণাঢ্য আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈশাখ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।

বিআরইউ
 

Link copied!