Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০১:৩০ পিএম


মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

‘সকল জরা ও জীর্ণতা মুছে গিয়ে নতুন আলো ফুটুক প্রতিটি প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করা হয়েছে। বাংলা ১৪৩২ সনের বর্ষবরণ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় মাতেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৈশাখি মঞ্চে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা ও সাপখেলা, সেই সঙ্গে পরিবেশিত হয় বৈশাখি গান। এছাড়াও আমিনুর রহমান কলেজ প্রাঙ্গণে বসে বৈশাখি মেলা, যেখানে ছিল নানা হস্তশিল্প ও পণ্যের পসরা।

আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৈশাখি এই আয়োজনে প্রাণের ছোঁয়া পেয়েছে মহম্মদপুরের প্রতিটি জনপদ, মেতে উঠেছে আনন্দ-উৎসবে।

বিআরইউ
 

Link copied!