টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০২:০৮ পিএম
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০২:০৮ পিএম
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং টঙ্গীতে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মিন্টুর মরদেহ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
বিআরইউ