Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

বোয়ালমারীতে মিল শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০৩:৪৮ পিএম


বোয়ালমারীতে মিল শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসি গ্রামে রীনা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. কোরবান (২৫) কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত রীনা ও তার স্বামী কোরবান নীলফামারী জেলার বাসিন্দা। বর্তমানে তারা বোয়ালমারীর সোতাসি গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কোরবান স্থানীয় বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে রীনা স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কোরবান তাকে না নিয়েই সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে কোরবান বাসায় ফিরে এসে দেখে, তার স্ত্রী ঘরের রুয়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নামানো হলেও ততক্ষণে রীনা মারা যান।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোরবানকে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার (১৫ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ৫৪ ধারায় মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

বিআরইউ
 

Link copied!