Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

ফুলবাড়ীতে ৯৪ বোতল মাদকসহ কারবারি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০৪:০৫ পিএম


ফুলবাড়ীতে ৯৪ বোতল মাদকসহ কারবারি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারত থেকে আমদানি করা ৯৪ বোতল স্কাফ (খাদ্যাভ্যাস-নির্ভর কফ সিরাপ, যা মাদক হিসেবে ব্যবহৃত হয়) সহ রিয়াজুল হক বাঁধন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় বাঁধনের ভাই ও অপর মাদক কারবারি বিদ্যুৎ মিয়া পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক রিয়াজুল হক বাঁধনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিআরইউ
 

Link copied!