অভয়নগর (যশোর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৪:২১ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৪:২১ পিএম
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ষবরণকে ঘিরে সারা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের মানুষের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেমন বিএনপির ফারাজী মতিয়ার রহমান, আবু নঈম মোড়ল, কাজী গোলাম হায়দার ডাবলু, রেজাউল করিম মোল্যা, জামায়াতে ইসলামীর সরদার শরিফ হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলা নববর্ষকে ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মাঝে উৎসাহ ও আনন্দের জোয়ার বইয়ে দেয়।
বিআরইউ