মহুয়া জান্নাত মনি, রাঙামাটি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৩১ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৩১ পিএম
পাহাড়ি অঞ্চলে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব এবং বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৫এপ্রিল) সকাল ১০টায় শহরের তবলছড়ি এলাকার স্থানীয় কমিউনিটি সেন্টারে রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশন এই আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। সভাপতিত্ব করেন, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রাণী গুর্খা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরুণ প্রসাদ নেওয়ার, প্রতিনিধি মনোজ বাহাদুর গুর্খা, দিলীপ বাহাদুর রায়, পঙ্কজ বাহাদুর গুর্খা, ও ত্রিদীপ বাহাদুর রায়।
জেলা প্রশাসক বলেন, ‘আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের বৈচিত্র্যময় সমাজকে সমৃদ্ধ করেছে। ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন জোরদার করে নতুন প্রজন্মকে উৎসবের মধ্য দিয়ে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতে হবে।’
অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নিজস্ব ভাষায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন মাত্রায় তুলে ধরে।
বিআরইউ