Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

‘বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি’

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৩৯ পিএম


‘বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি’

বাল্যবিবাহ রোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও ভবিষ্যৎ সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে লালমনিরহাটে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠক আয়োজন করে জননী প্রকল্প। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রকল্পটি KOICA-এর আর্থিক সহায়তা ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, রংপুর বিভাগে প্রতি ১০ জন কিশোরীর মধ্যে ৬ জনই বাল্যবিবাহের শিকার। জাতীয় গড় যেখানে ৫০ শতাংশ, সেখানে রংপুর বিভাগে এই হার ৬৮ শতাংশ। শুধু লালমনিরহাটেই ৫৩ শতাংশ নারী ১৮ বছরের আগেই বিবাহিত হন, যার মধ্যে ২০ শতাংশের বয়স ১৬ বছরের নিচে।

বাল্যবিবাহের ফলে অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি ও স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। জন্ম ও বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি, কিশোরীদের জন্য পরামর্শ ও আইনি সহায়তা সেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপঙ্কর রায়।

বিশেষ অতিথি ছিলেন, ডা. রবিউল ইসলাম (উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার)। আরও উপস্থিত ছিলেন, জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইনুদ্দিন ভূঁইয়া, মনিটরিং অফিসার রাসেল ইসলাম, গভর্নমেন্ট রিলেশন অফিসার নজরুল ইসলাম, ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রেখা চক্রবর্তী।

উল্লেখ্য, জননী প্রকল্প ২০২৩ সালের মার্চ থেকে রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং বাল্যবিবাহ রোধে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিআরইউ
 

Link copied!