শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৩৮ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ মুত্তাকিনের মরদেহ উত্তোলন করতে গিয়ে পরিবারের বাধার মুখে তা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোজাহিদুল ইসলাম এবং পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর উপস্থিত থেকে মুত্তাকিনের কবর থেকে মরদেহ উত্তোলন করার জন্য প্রস্তুতি নেন। তবে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীর আপত্তির কারণে লাশ উত্তোলন করা সম্ভব হয়নি।
মুত্তাকিনের বড় ভাই মো. শিহাবুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা আগে থেকেই মরদেহ উত্তোলনে আপত্তি জানিয়ে আসছেন। পিবিআই আদালতের মাধ্যমে সমস্ত কার্যক্রম সম্পন্ন করে উপস্থিত হলেও পরিবারের পক্ষ থেকে বাধা জানানো হলে, তারা আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলে ফিরে যান।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ আগস্ট মিরপুর-১০ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন মুত্তাকিন। ওই ঘটনায় তার বড় ভাই শিহাবুল ইসলাম মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, ঘটনাস্থলে উপস্থিত সহায়তাকারী টিম পরিবারের আপত্তির কারণে লাশ উত্তোলনে সহায়তা করতে পারেনি।
বিআরইউ