Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

আখাউড়া স্থলবন্দরে আটকে আছে ৬ টন জিরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৪৭ পিএম


আখাউড়া স্থলবন্দরে আটকে আছে ৬ টন জিরা

বাংলা নববর্ষের ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটকে আছে ভারত থেকে আমদানি করা ৬ টন জিরা।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে পণ্যটি বন্দর এলাকায় পৌঁছালেও ব্যাংক ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় খালাস সম্ভব হয়নি।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। ফলে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এমএস ওলি অ্যান্ড সন্স এর আমদানিকৃত জিরার চালানটি খালাস করা যায়নি।

প্রতিষ্ঠানটি প্রতি কেজি জিরা সাড়ে তিন ডলারে আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে রয়েছে মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদুল আজহা সামনে রেখে বাজারে চাহিদা মেটাতে এ চালান এসেছে। আজ বুধবার কার্যক্রম শুরু হলে জিরা খালাস সম্পন্ন হবে।’

এর আগে চলতি বছর একই আমদানিকারক প্রতিষ্ঠান এ বন্দরের মাধ্যমে আরও একটি জিরার চালান এনেছিল বলে জানান সংশ্লিষ্টরা।

বিআরইউ

Link copied!