কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৫৯ পিএম
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৫৯ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতুটিয়া দক্ষিণপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, মরদেহের গলায় প্লাস্টিকের রশি পেঁচানো এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আলীমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আলীম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
কালিহাতী থানার ওসি মো. আবুল কালাম ভূঁইয়া জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিআরইউ