বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫, ০৬:০৪ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র টাকা দাবি করেছে। বাংলা নববর্ষের দিন সোমবার ( ১৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতারক চক্র পৌরসভা, উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে নানা সুবিধার বিনিময়ে টাকা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ইউএনও তানভীর হাসান চৌধুরী তার ফেসবুক পেজে একটি সতর্কতা বিজ্ঞপ্তি পোস্ট করেন। বিজ্ঞপ্তিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় কেউ প্রতারিত হয়নি।
ইউএনও বলেন, ‘আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে কিছু ব্যক্তি প্রতারণার চেষ্টা করেছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক করেছি এবং থানায় অবগত করেছি।’
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসন সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইউএনও বা সরকারি কর্মকর্তার নাম ভাঙিয়ে কেউ টাকা বা সুবিধা চাইলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে হবে।
বিআরইউ